সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, সভা ও বৃক্ষরোপন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৪:০২ পিএম
সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, সভা ও বৃক্ষরোপন

নাটোরের সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপন করা হয়েছে। “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। শুরুতেই প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ কর্মী ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন এবং পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আবু দাউদ, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকারিয়া মাসুদ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে