হারানো পোষা বিড়াল ফিওনা’র সন্ধানে পুরস্কার ঘোষণা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৪:৩৪ পিএম
হারানো পোষা বিড়াল ফিওনা’র সন্ধানে পুরস্কার ঘোষণা

পোষা প্রাণী বিড়াল যার নাম রাখা হয়েছে ‘ফিওনা’। গত ২১ জুন থেকে বিড়ালটি নিখোঁজ হওয়ার পর অনন্যা জামান নামের এক কলেজ ছাত্রী অনেকটা বাকরুদ্ধ হয়ে পরেছে। পরিবারের সবার চোখে পানি, আর প্রতিটি মুহুর্ত পার করছে ফিওনা কি আর ফিরবে।

অবশেষে নিখোঁজ ফিওনা'র সন্ধানে মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে পুরস্কার ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। ঘটনাটি বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ এলাকার। ওই এলাকার আল-আমিন মসজিদ সংলগ্ন কাজী অফিস গলির বাসিন্দা অনন্যা জামান নামের এক কলেজ ছাত্রীর পোষ্য ফিওনা নামের চার বছরের ছেলে বিড়ালটি গত ২১ জুন সকালে বাসার পাশের গলিতে বের হয়ে আর ফেরেনি।

ফেসবুক পোস্ট সূত্রে জানা গেছে, ফিওনার সন্ধান দিতে পারলে ওই পরিবারটির পক্ষ থেকে উল্লেখযোগ্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হবে। এ জন্য পরিবারের (০১৭৮৫-৯৪ ৮১ ২৭) মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে