কাহারোলের পূর্নভবা নদী ভাঙ্গন, দ্রুত রোধের দাবি এলাকাবাসীর

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৪:৫২ পিএম
কাহারোলের পূর্নভবা নদী ভাঙ্গন, দ্রুত রোধের দাবি এলাকাবাসীর

 দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া পূর্নভবা নদী বলরামপুর গ্রামের উপর দিয়ে প্রবাহিত। মঙ্গলবার রাতে টানা বৃষ্টিপাতে উযানের পানির ঢলে বলরামপুর গ্রামের রাস্তা পাশ্ববতি নদীতে সম্পূন্নরূপে ভেঙ্গে পড়েছে। এতে করে গ্রামের ৩০০ পরিবার পড়েছে মহাবিপাকে। গ্রামের লোকজনের একমাত্র বের হওয়ার রাস্তাটি নদীতে ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামের মানুষের। গ্রামের ৭৬ বছর বয়সী নেজার উদ্দীন বলেন, আমি কোন দিন দেখিনাই যে, নদীর পাড়ভেঙ্গেছে কিন্তুু গতকাল হঠাৎ করে বৃষ্টি পড়ার সময় গ্রামবাসীর যোগাযোগের একমাত্র রাস্তা ভেঙ্গে পড়েছে। এমনকি আরও একটু ভেঙ্গে গেলে কয়েকটি বাড়ী নদী গর্ভে চলে যাবে। একই গ্রামের দেলোয়ার বলেন, তরিৎ গতিতে ব্যবস্থা গ্রহন না করলে যে কোন সময় গ্রামের বাড়ী ঘর গুলি নদীতে ভেঙ্গে যাবে। গতকাল সকালে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবগত করেছেন। বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের লোকজন এলাকায় এসে পরিদর্শন করেছেন দূরতঃ ভাঙ্গন রোধের ব্যবস্থা করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে