বেনাপোলে এক সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। আজ বুধবার (২৫ জুন) বিকেল ৫ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসেন সামনে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন হয়।
স্বেচ্ছাসেবক দল ওই নেতার নাম মো. সবুর হোসেন। তিনি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। হুমকি পাওয়া সাংবাদিক মো. আয়ুব হোসেন পক্ষী শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক কল্যাণ ও আনন্দ টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আজিজুল হক, বেনাপোল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, শার্শা থানা প্রেসক্লাবের সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সবুর হোসেনের দৃষ্টান—মূলক শাস্তির দাবি করেন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের হস্তক্ষেপ কামন করেন।
এর আগে গত সপ্তাহে বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের ওপর হামলার ঘটনায় সরেজমিনে তথ্য সংগ্রহ করতে যান শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষীসহ কয়েকজন সাংবাদিক। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সবুর হোসেন মুঠোফোনে পক্ষীকে দেখে নেওয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিক ও নেতার মুঠোফোনে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সাংবাদিক আয়ুব হোসেন পক্ষী বলেন, সাংবাদিক পরিচয় পাওয়ার পরও স্বেচ্ছাসেবক দল নেতা সবুর হোসেন দেখে নেওয়ার হুমকি দেন। অনেক অসৌজন্যমূলক ও অশালীন আচরণ করেন।