দিঘলিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে নারকেল চারা আমন ধানের বীজ ও সার বিতরণ

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম
দিঘলিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে নারকেল চারা আমন ধানের বীজ ও সার বিতরণ

দিঘলিয়া উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে নারকেল চারা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসান। উপজেলা কৃষি দপ্তরের  তত্ত্বাবধানে দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এর কার্যালয়ে গাছের চারা (নারিকেল), ধানের বীজ এবং সার বিতরণ করা হয়। 

এসময় দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ২৫০ জন প্রান্তিক কৃষকদের ( প্রত্যেককে ৫টি করে) ১২৫০টি, বিভিন্ন স্কুল এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ৪০০টি নারিকেল চারা এবং ৫০০ জন কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ ও ১০ কেজি করে সার বিতরণ করা হয়। বিতরণ পূর্ববর্তী সকলকে প্রাপ্ত সরকারি কৃষি উপকরণ সমূহের সঠিক ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয় বলে জানা যায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের অর্থনৈতিক টানা পোড়েনের মধ্যেও এদেশের কৃষকদের অভাব অনটনের কথা চিন্তা করে কৃষকদের কৃষিকাজে ব্যবহৃত নানা ব্যবহারিক উপকরণ, গাছের চারা, মৌসুমভেদে নানা ফসলের বীজ ও সার বিতরণ করছেন। কারণ আমাদের দেশে দিন দিন কৃষি জমি কমে যাওয়ার পরও আমাদের দেশের কৃষকেরা তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে নানা উপসী বীজ বপন ও রোপনের মাধ্যমে উৎপাদনকে বহুগুণে বাড়িয়ে তুলেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন ব্লকে নিয়োজিত উপসহকারী কৃষি অফিসার ও সুবিধাভোগী কৃষকেরা।