কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহর দরগায় বুধবার সকাল ১০:০০ টায় বনায়ন কর্মসূচির আওতায় চারা বিতরণের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো: নুরুল ইসলাম, বনায়ন প্রতিনিধি মাহমুদ আল হাসান, মো: কামাল হোসেন, চন্দ্রশেখর ভৌমিক, আজমল হুদা। জানা গেছে এবছর দৌলতপুরের ১৯ কেন্দ্রে তিন লক্ষ দশ হাজার ফলজ,বনজ,ওষুধি, মেহগনি, কৃষ্ণচূড়া, রেন্টি,ইপি লিপি, পেয়ার, আমলকি, অর্জুন,ঘড়ি তোকি, সাইজ নি,সহ বিভিন্ন জাতের চারা বিতরণ করা হবে।