কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২০২৫ অর্থ বছরে খরিপ - ২ ২০২৫/২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আম (উফশী আমন) ধান, বীজ সার, গ্রীষ্মকালীন পেয়াজ,নারিকেল, আম,জাম,কাঁঠাল, তাল, বেল,উফশী জাতের শাকসবজি ও হাইব্রিড জাতের মরিচের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ, সার, সহ ফলের চারা বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), উপজেলা কৃষি সম্পোসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী আহমেদ । এ ছাড়াও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও কৃষক বৃন্দ।