২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষার সূচনা হয়। সব বোর্ডে সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় সারাদেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ এবং গুজব ও প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
পরীক্ষা শুরুর দিনে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, “সারা দেশে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছেছে, যথানিয়মে পরীক্ষা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার আন্তরিকতায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা প্রসঙ্গে ড. আবরার বলেন, “প্রতিবারই প্রশ্নফাঁসের ঝুঁকি থাকে, এবারও আছে। তবে এসএসসি পরীক্ষার মতো এবারও আমরা সর্বোচ্চ সতর্ক আছি। অসাধু চক্র যেন কোনোভাবেই সুযোগ না পায়, তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কেউ গুজব ছড়ালে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, এ পর্যন্ত কোথাও প্রশ্নফাঁস বা নকলের অভিযোগ পাওয়া যায়নি, যা সরকার ও শিক্ষা প্রশাসনের সমন্বিত প্রস্তুতির সফল প্রমাণ।
করোনা ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, “পরীক্ষার্থীরা সবাই মাস্ক পরে এসেছে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে বসেছে। কেন্দ্রগুলোতে আগে থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যাতে ডেঙ্গুর কোনো ঝুঁকি না থাকে।”
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা হচ্ছে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। মাদ্রাসা বোর্ডের অধীনে ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে ৭৩৩ কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হচ্ছে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশে যেন কোনো বিলম্ব না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন বাধাগ্রস্ত না হয়, সেটি সর্বাগ্রে বিবেচনায় রাখা হচ্ছে।”
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।