পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় ’ফসল খাত’ ভুক্ত বস্তায় আদা চাষ বিষয়ে পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামে মঙ্গলবার (২৬জুন) সকালে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাঠ দিবসে সভাপতিত্ব করেন, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার মো: গাউসুল আলম, সফল চাষী পিতর সরকার, ইউনিটের অন্যান্য কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক। মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৬০ জন কৃষক ও কৃষাণিকে বস্তায় আদা চাষের পদ্ধতি অর্থাৎ আদার বীজ প্রাপ্তী, রোপণ, আন্তঃপরিচর্যা, রোগ পোকা দমন বিষয়ে হাতে কলমে বিশদ ভাবে বোঝানো ও আদা চাষের মাঠে ঘুরিয়ে দেখানো হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালন ও কৃষকদের আত্মস্থ করতে সহযোগিতা করেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেন।