শ্রীমঙ্গলে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৫:১৮ পিএম
শ্রীমঙ্গলে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

শ্রীমঙ্গলে স্থানীয়ভাবে  উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও দু'দিনব্যপি প্রদর্শনী শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ  সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হলে সেমিনার অনু্ষ্িঠত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: নাজমুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ ও প্রযুক্তি উপস্থাপনা করেন বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার পার্থ পাল। সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক, বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে ৯  টি স্টল স্থান পেয়েছে। এ প্রদর্শনী দু' দিন চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে