জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পৃথকভাবে শিক্ষা উপকরণ ও খাবার পানি বিতরণ করে মুক্তাগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। উপজেলার হাজী কাশেম আলী মহিলা কলেজে উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল হক আরিফের নেতৃত্বে শিক্ষা উপকরণ ও খাবার পানি বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দ্বীপু, তুষার, সিয়াম, সদস্য তামিম, হাফিজ, বাদশা, শাহাদাত, কবির, শফিক, জাহিদ প্রমূখ। উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল হক আরিফ জানান, কেন্দ্রী নির্দেশনা মোতাবেক এই কর্মসূচী পালন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে এ কর্মসূচী চলমান থাকবে।
অপরদিকে শহীদ স্মৃতি সরকারী কলেজ কেন্দ্রে কলেজ ছাত্রদলের আহবায়ক শওকত হোসেনের নেতৃত্বে শিক্ষা উপকরণ ও খাবার পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমির ফয়সাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলায়মান আহমেদ, উপজেলা ছাত্রনেতা ইসরাফিল হোসেন ডালি প্রমূখ।