শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সারাদেশের ন্যায় পর্যটন শহর কক্সবাজারেও ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছর মহা সাড়ম্বড়ে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করা হবে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এ উপলক্ষে কক্সবাজার শহরের ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে-আগামীকাল ২৭ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টায় মঙ্গল আরতি, সকাল ৭টা ১৫ মিনিটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রাজবেশে দর্শন, সকাল সাড়ে ৭টায় গুরুপূজা, ৮টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের লীলা মহিমা পাঠ, ১০ টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় অগ্নিষ্টোম হোমযজ্ঞ, দুপুর ১২টায় ভোর আরতি, দুপুর ১ টায় মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর আড়াই টায় ধর্মীয় আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং শ্রীশ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সম্মাণিত অতিথি থাকবেন মাননীয় পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন। এছাড়াও বিভিন্ন সরকামী উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কক্সবাজার শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। উক্ত অনুষ্ঠানে সকলের সার্বিক উপস্থিতি কামনা করেছেন রথযাত্রা মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি লোকবন্ধু গৌর হরি দাস, সাধারণ সম্পাদক রমাপতি কৃষ্ণ দাস ও অর্থ সম্পাদক রসিক করুণাময় দাস। রথযাত্রার পথ নির্দেশনা : গোলদিঘীল পাড় চত্ত্বর-আইবিপি মাঠ রোড-প্রধান সড়ক-হলিডে মোড়-লাবণী মোড়-জাম্বুর মোড়-সার্কিট হাউস রোড-স্টেডিয়াম রোড-হাসপাতাল সড়ক-গোলদিঘীর পাড় চত্ত্বর। উল্লেখ্য- ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে এই বর্ণাঢ্য আয়োজন।