বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের পিতার ইন্তেকাল

এফএনএস | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৭:০৫ পিএম
বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের পিতার ইন্তেকাল
হাসিবুর রহমান

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মিতা রহমানের পিতা হাসিবুর রহমান বৃহস্পতিবার ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।

মৃত্যু কালে তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মিতা রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

আরো শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

ভয়েস অব কনসাস সিটিজেন - ভিসিসি ভাইস চেয়ারম্যান সূফী মোহাম্মদ সুমন আল মোজাদ্দেদী,  পরিচালক জাহিদ হোসেন।

বাদ জোহর তাজপুর ঈদগাহ মাঠে নামাজে জানাযার পর কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাযায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ভাসানী সাংস্কৃতিক পরিষদের সভাপতি মির্জা রাজিব আহমেদ পিয়াল-সহ স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে