দীর্ঘ ১৬ বছরের শাসনামলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন অবকাঠামো ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল। বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এসব নাম পরিবর্তনের কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে ৯৭৭টির মধ্যে ৮০৮টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সম্পন্ন হয়েছে। বাকি ১৬৯টি পরিবর্তনের কাজ চলমান রয়েছে।
সরকারি তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি নাম পরিবর্তন হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ও স্থাপনায়। এই মন্ত্রণালয়ের অধীনে মোট ২০৫টি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ নাম পরিবর্তন হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন ১৮১টি প্রতিষ্ঠানে। এছাড়া এই বিভাগেই আরও ১৩৪টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৮৪টি স্থাপনার নাম বদলানো হয়েছে।
নাম পরিবর্তনের আওতায় এসেছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, সেতু, সড়ক, ভবন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ সরকারি-বেসরকারি খাতে যুক্ত বিভিন্ন স্থাপনা।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সরকারের ‘ব্যক্তিপূজার সংস্কৃতি’ থেকে বেরিয়ে এসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে নিরপেক্ষতা এবং জনসম্পৃক্ততা আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।