অভয়নগরে ১০ মামলায় জরিমানা আদায় ৭৫ হাজার ৫০০ টাকা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৫, ০৭:৫০ পিএম
অভয়নগরে ১০ মামলায় জরিমানা আদায় ৭৫ হাজার ৫০০ টাকা

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে ১০টি মামলায় ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কের চেকপোস্ট বসানো হয়। এসময় ওভার লোডের কারণে ৫টি ট্রাকে ৬০ হাজার টাকা, একজন মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা, ঝুঁকিপূর্ণ ৩টি ট্রাকে ৭ হাজার ৫০০ টাকা ও লাইসেন্স না থাকায় একটি ডামট্রাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সেনাবাহিনী ও নওয়াপাড়া হাইওয়ে পুলিশের সমন্বয়ে প্রেমবাগ এলাকায় চেকপোস্ট বসানো হয়। যৌথ বাহিনীর ঘন্টাব্যাপী অভিযানে ১০টি মামলায় ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে