শুধু থানা পুলিশ কিংবা মোবাইল কোর্ট করেই বাল্যবিয়ে বন্ধ করা যাবে না। বাল্যবিয়ে বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে জনসচেতনতা। প্রথমত পরিবার, তারপর সামাজিকভাবে সচেতনতা তৈরি হলেই বাল্যবিয়ে মুক্ত করা সম্ভব। উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউএনও ক্ষেমালিকা চাকমা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উপজেলার চুরি , ডাকাতি, ছিনতাই, মাদক, যানজট নিরসনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে মশা নিধন কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, পুলিশের সহকারী পরিদর্শক এহসানুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হক, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, আব্দুল হক ও মো. কামাল হোসেন প্রমুখ।