নিয়ম লংঘন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেনবাগ উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ সানা উল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ।
শুক্রবার কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনা মোবাবেক প্রচলিত নিয়ম লংঘন করে নোয়াখালী জেলা শাখার অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিন্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদীল দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যদা মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষতির এক পত্রে ওই বহিস্কারাদেশ প্রদান করা হয়।
উল্লেখ্যঃ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা শুরু উপলক্ষে সেনবাগ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আগত পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুকের নির্দেশনায় এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এর আয়োজন করে সেনবাগ উপজেলা ছাত্রদল। এ সময় পরীক্ষার্থীদের মাঝে উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মাক্স ও কলম বিতরণ করা হয়।
পরীক্ষার আগে বালিয়াকান্দী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সঙ্গে সৈজন্য স্বাক্ষাত করে সেনবাগ উপজেলা ছাত্রদল আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ সহ কয়েকজন ছাত্র প্রতিনিধি। এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছবি পোষ্ট করলে তাকে নিয়ম লংঘন করার অপরাদে সাময়িক বহিস্কার করা হয়।
সেনবাগ উপজেলা ছাত্রদল আহবায়ক কারা নির্যাতিত,মামলা,হামলার আসামী ত্যাগী নেতা মোহাম্মদ সানাউল্লাহকে কোন কারণ দর্শােেনার নোটিশ ছাড়া বহিস্কার করায় সর্বত্র ক্ষোভের সৃষ্ঠি হয়েছে। কারো করো অভিযোগ দলীয় গ্রুপংয়ের কারনে ত্যাগী ছাত্রনেতাকে সংগঠন থেকে বহিস্কারাদেশ এ্সময় দলের জন্য অপুরুনীয় ক্ষতি।