পাবনার চাটমোহরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৮৬০জন কৃষক,কিশাণি ও শিক্ষার্থী পেলেন বিনামূল্যে বীজ,গাছের চারা ও সার। এরমধ্যে উপজেলার ১ হাজার ৩৫০ জন কৃষককে রোপা আমন বীজ,১০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ,১০ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ কন্দ বীজ দেওয়া হয়েছে। এছাড়া ১ হাজার ৪০০ জনকে নারিকেল,আম,লেবু,তাল,নিম,বেল,জাম,কাঁঠালের চারা ও শাক সবজি বীজ প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,কিষাণী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব বীজ,চারা ও সার বিতরণ করা হয়। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে বীজ,সার ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ওসমান গণি,অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,অধ্যক্ষ আঃ রহিম কালুসহ সরকারি কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।