ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ফাঁসিতে ঝুলে জহিরুল ইসলাম (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ জুন) সকাল ছয়টার দিকে উপজেলার দরিরামপুর ইউনিয়নের বড়কুমা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায় ৬-৭ মাস আগে তার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে জহিরুল একাকী জীবনযাপন করছিলেন।
ত্রিশাল থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) মোবারক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জহিরুলের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও একাকিত্ব থেকে মানসিক যন্ত্রণায় ভুগে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।