বাঘায় দুই নারীসহ ৩ জনকে জেল হাজতে প্রেরণ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৭:৪৩ পিএম
বাঘায় দুই নারীসহ ৩ জনকে জেল হাজতে প্রেরণ

রাজশাহীর বাঘায় দুই নারীসহ ৩ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্য্রর জরুরী বিভাগে ডাক্তার দেখানোর জন্য সারিবব্ধভাবে দাঁড়িয়ে থাকা রোর্গীদের ব্যাগ চুরির করার সময় ২ জন নারীকে হাতে নাতে ধরে উপস্থিত জনগন। পরে পুলিশে খবর দিলে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়। পরে তাদের চুরি মামলায় দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।  গ্রেফতার দুই নারী হলেন-নাটোরের সিংড়ার আবু হোসেনের স্ত্রী ডলি গোমেজ (৪৫) ও হোসেন আলীর মেয়ে শাহিনুর খাতুন (১৯)।

অপর দিকে উপজেলা মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামের মৃত শায়ন থান্দারের ছেলে সাজাপ্রাপ্ত আসামী নাসির উদ্দীনকে (৪০) বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার ওসি অফম. আছাদুজ্জামান বলেন, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে