খনি শ্রমিকের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি

এফএনএস (সোহেল সানী, পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৫, ০৭:৫৬ পিএম
খনি শ্রমিকের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর উৎপাদন ঠিকাদার এক্সএমসি/সিএমসি চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই শ্রমিক সাদ্দাম হোসেন ও রুবেল মিয়া কে একটি মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি ইউনিয়নের সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান। তিনি বলেন, খনির যে দুই শ্রমিক তামাসহ গ্রেপ্তার হয়েছে। তাদের ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে কোন মতামত নেই। কারন তাদের হাতেনাতে তামাসহ আটক করেছে খনির নিরাপত্তা বাহিনী।

কেউ বললো যে সাদ্দাম ও রুবেল তারা চুরির সাথে জড়িত এটা ঠিক না। উদ্দেশ্য প্রণোদিতভাবে সংগঠনের দুই শ্রমিক সাদ্দাম হোসেন ও রুবেল হোসেন বিরুদ্ধে এই মিথ্যা মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ হয়রানিমূলক। শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এই দুই শ্রমিকের পক্ষে ইউনিয়নের সকল শ্রমিক এই মিথ্যা মামলা প্রত্যাহরের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৩ জুন দিবাগত রাতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মো: আল আমিন খনির ক্যাবল ইয়ার্ড থেকে তামার তার চুরির ঘটনায় ৪ জন শ্রমিকের নামে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন। মামলায় চুরি ও পরস্পর যোগসাজসের অভিযোগ আনা হয়েছে। ঘটনার দিন বিকেলে খনি গেটে শ্রমিক মাহফুজুর রহমান ও মুকুল হোসেনকে তামার তারসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে ১৩ জুন রাতে থানায় মামলা হলে সেখানে আরও দুই শ্রমিক সাদ্দাম হোসেন ও রুবেল মিয়া কে পলাতক আসামী করা হয়। বর্তমানে এই দুই শ্রমিক জামিনে রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে