বরগুনা হাসপাতালে আইসিইউ না থাকায় বাড়ছে মৃত্যু

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০১:৫২ পিএম
বরগুনা হাসপাতালে আইসিইউ না থাকায় বাড়ছে মৃত্যু

আইসিইউ না থাকায় বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি বাড়ছে। অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা,  হাসপাতালের ফ্লরে ও চিকিৎসা নিচ্ছেন অনেকেই, বাড়ছে মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করেছে অন্তত ৬জন। বেসরকারী হিসাবে ২৪ জন। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় গত এক সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পথে প্রাণ হারিয়েছে আরও ৬ জন রোগী।

হাসপাতালটিতে আইসিইউ সুবিধা না থাকায় ডেঙ্গু রোগীদের গুরুতর অবস্থা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে মুমূর্ষু রোগীদের বরিশাল এবং ঢাকাসহ অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোতে রেফার করছেন। বরগুনায় আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুল্যান্স থাকলেও তা নষ্ট হয়ে হাসপাতালের গ্যারেজে পড়ে রয়েছে। সাধারণ অ্যাম্বুল্যান্সে যাত্রাপথেই অনেক রোগীর মৃমৃত্যু হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩’শ ৩৮ জন।  রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে দ্রুত সময়ের মধ্যে আইসিইউ স্থাপন করতে হবে। একই সঙ্গে, জরুরি স্বাস্থ্য সেবায় আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুল্যান্স নিশ্চিত করা অতীব জরুরি।

 এ বিষয়ে বরগুনা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রেজওয়ানুল আলম বলেন, ‘আমরা প্রতিনিয়ত রোগীর চাপ সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে আইসিইউ সুবিধার অভাবে অনেক সময় সংকটাপন্ন রোগীদের অন্যত্র রেফার করতে বাধ্য হই। এ ছাড়া আমাদের কিছু করার নেই।

 এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। খুব শিঘ্রই এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে