ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই সভায় বিএনপি (একাংশ), জামায়াত ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। উপজেলা কৃষক দলের আহবায়ক মো. মশিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ, যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মো. নুর আলম, সাবেক ছাত্রদল নেতা মো. জহিরূল আসলাম, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান আবু ছায়েদ ও পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউছার আহমেদ প্রমূখ। সভায় ইউএনও কে গত ৭ মাসে সরাইলে দাঙ্গা-হাঙ্গামা, মাদক , ফসলি জমির মাটি কাটা প্রতিরোধ, নদী ভাঙ্গন রোধ, দখলদার উচ্ছদ, ভেজাল বিরোধী অভিযানসহ নানা সামাজিক সমস্যা সমাধানে উল্লখযোগ্য ভুমিকা রাখায় ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মাননা স্মারক প্রদান করেছেন বিএনপি (একাংশ), যুবদল ছাত্রদল সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। তারা বিদায়ী ওসি রফিকুল হাসানের কর্মকান্ডের প্রশংসা করেছেন। বক্তারা বলেন, সরাইলের বর্তমান ইউএনও ও বিদায়ী ওসি দাঙ্গা হাঙ্গামা খুন খারাবি প্রতিরোধে দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। উপজেলার ৯টি ইউনিয়নের বড় বড় সমস্যা দ্রূততম সময়ের মধ্যে নিস্পত্তি করেছেন। সরাইলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে শান্তি প্রতিষ্ঠিত করতে নিরলস ভাবে সততার সাথে কাজ করছেন। অথচ মহল বিশেষ নিজেদের অনৈতিক তদবির ও দাবী রক্ষা না হওয়ায় ওই দুই কর্মকর্তাকে নিয়ে মনগড়া মন্তব্য করছেন। আপনারা মানুষকে জিম্মি করে ইচ্ছেমত টাকা কামায় করেছেন। অবৈধ পন্থায় নিজেদের পকেট ভারী করেছেন এখনও করছেন। নিজেদের মত সবাইকে মনে করবেন না। সরকারি কর্মকর্তাদের শান্তিতে কাজ করতে দেন। এরা দেশ ও জনগণের সেবা করতে এসেছে। আপনাদের ব্যক্তিগত উদ্যেশ্য হাসিল করতে উনারা সরাইলে আসেননি। নিজের স্বার্থ নয়,দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে শিখুন। সরাইলে দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে আসুন সকলে মিলে কাজ করি। ঐতিহাসিক এই জনপদের সুনাম ও খ্যাতি আমাদেরকেই ধরে রাখতে হবে।