মাদকের ভয়াবহ ছোবলে হারিয়ে যাচ্ছে অনেক সম্ভাবনাময় তরুণেরা। এর হাত থেকে রক্ষা পাচ্ছে না যুবক ও তরুণ সমাজ । এমন পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে ও মাদক সেবনের বিরুদ্ধে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন নাসিরনগর উপজেলা গোকর্ণ সচেতন এলাকাবাসী।
এনিয়ে গ্রামবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় এলাকাবাসী কীভাবে মাদক প্রতিরোধ করা যায় সে বিষয়ে মতামত পেশ করেন।
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামবাসী উদ্যােগে "মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাচাঁই প্রজম্ম, বাচাঁই জীবন" এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় নতুন বাজারে মাদক বিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে গ্রামবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়।
এমনকি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জকে অবগত করার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সর্দার বসির উদ্দিন বাচ্চু । প্রধান অতিথি ছিলেন গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন। হাফিজুর রহমান খান শিবলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন , গোকর্ণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) সঞ্জিত কুমার দেব, ইউপি সদস্য মাসুকুর রহমান, ইউপি সদস্য আবদুল আলীম, এ কে এম খালেদ, ইদ্রিস খান, কামরুল হাসান , মাওলানা মোশারফ হোসাইন, সৈয়দ মোহাম্মদ নোমান,হাবিবুর রহমান, শের আলী, মোহাম্মদ আনু মিয়া, জুলহাস মিয়া, মোহাম্মদ শরীফ আহমেদ প্রমুখ।
সভায় গোকর্ণ গ্রামের বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, এলাকায় দিনদিন মাদকে ছেঁয়ে গেছে। বিশেষ করে বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদকের রমরমা আসর বসে । উঠতি বয়সের যুবক ও তরুণরা মাদক সেবন করেন। মাদকের টাকার জোগাড় করার জন্য এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।
সভায় এলাকার বিভিন্ন বয়সী সচেতন মানুষকে নিয়ে মাদক নির্মূল কমিটি ঘোষণা করা হয় । কমিটির সদস্যরা প্রতিদিন ও রাতে এলাকায় মাদকের সম্ভাব্য স্থানে পাহাড়া দিবেন।
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সভায় বক্তারা বলেন, আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে দায়িত্ব পালন ও সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।