মুক্তাগাছায় মহিলা দলের মতবিনিময় সভা

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৩:১৫ পিএম
মুক্তাগাছায় মহিলা দলের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী  মহিলা দল মুক্তাগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো: জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, বিএনপি নেতা একেএম জাহাঙ্গীর হাসান , হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন, হাবিবুর রহমান হবি, মহিলা দলের নেত্রী  লুতফুন্নাহার, আসমা বেগম, মমতাজ বেগম, আজিজা রহমান প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে