চাঁদপুরে কেন্দ্রীয় গণফোরামের সভাপতি ও উপদেষ্টার স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ শে জুন ) সকালে চাঁদপুুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা গণফোরামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি মোস্তফা মহসীন মন্টু ও উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকারের শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামে কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শাহ নুরজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম,শহর জামায়াত ইসলামের সাধারন সম্পাদক অ্যাডঃ শাহজাহান খান, বাসদ চাঁদপুর জেলা শাখার সম্ময়ক শাহজাহান তালুকদার, কমিউনিষ্ট পাটির চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী প্রমুখ।
বক্তারা বলেন, গণফোরাম প্রগতিশীল রাজনীতি করে আসছে। গণফোরাম করে কেউ কখনও দেশ থেকে পালিয়ে যায়নি। দেশের স্বার্থে গণমানুষের জন্য কাজ করে গণফোরাম। মরহুম দুই নেতার আর্দশে ঐক্যবদ্ধ হয়ে গণফোরামকে শক্তিশালী করার আহবান জানান তারা। শোকসভায় জেলা গণফোরামের বিভিন্ন সাংগঠনিক নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।