ঘোড়াঘাটে প্রবাসীর বাড়ীতে চুরি

এফএনএস (মোখলেছুর রহমাdin | প্রকাশ: ২৮ জুন, ২০২৫, ০৭:০৮ পিএম
ঘোড়াঘাটে প্রবাসীর বাড়ীতে চুরি

ঘোড়াঘাটের প্রত্যন্ত গ্রামে একটি প্রবাসীর বাড়ীতে চুরিসহ নানাপ্রকার হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। গ্রামের এক বা একাধিক কুচক্রিমহল বিভিন্ন সময়ে রাতের আধারে গোপনে ওই পরিবারের উপর নানা প্রকার  অত্যাচার করে আসছে।এ ব্যাপারে প্রবাসীর শাশুড়ী মমতাজ বেগম ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাযের করেন।ঘোড়াঘাট থানা পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। অভিযোগ ও ঘটনাসুত্রে জানা যায়, গত ৯মার্চ ঘোড়াঘাট উপজেলার চেংগ্রামের প্রবাসী আঃ ছউফের স্ত্রীসহ শশুর শাশুড়ী ও সন্তানেরা রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পরে। পরের দিন তাদের ঘুম না ভাঙ্গলে এলাকার লোকজন তাদেরকে চিকিৎসার জন্য ঘোড়াঘাট হাসাপাতালে ভর্তি করেন। তাদেরকে খাদ্যের মধ্যে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিলো বলে ডাক্তার বলেন। ধারনা করা হচ্ছে কোন দুস্কৃতিকারী বড় রকমের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রান্নার উপকরনে কেমিক্যাল মিশ্রিত করে রাখে। এরই ধারাবাহিকতায় আবারও গত ২৪ জুন রাতে জানালা দিয়ে চেতনানাশক পাউডার ছিটিয়ে সবাইকে অচেতন করে কৌশলে বারান্দার গেট খুলে শয়ন ঘরে প্রবেশ করে ড্রয়ার খুলে ৫ভরি স্বর্নালংকারসহ নগদ ২৫হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার ৪দিন অতিবিাহিত হলেও প্রবাসীর স্ত্রী ও শাশুড়ী এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। আঃ ছউফ বিদেশে থাকায় গ্রামের কোন একটি দুস্কৃতিমহল ওই পরিবারের ক্ষতি সাধনে উঠে পরে লেগেছে। এ ব্যাপারে প্রশাসনের সহায়তা চেয়েছে ওই পরিবার।

আপনার জেলার সংবাদ পড়তে