মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শোভাযাত্রা, সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে শনিবার বিকেলে বিজিবি রহনপুর বিওপির আয়োজনে এসব পালন করা হয়। উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আব্দুল জাব্বার, বাঙ্গাবাড়ি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ, রামদাস বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী।