ঢাকার দুই প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২৯ জুন, ২০২৫, ০১:০৭ পিএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০১:০৭ পিএম
ঢাকার দুই প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের

রাজধানী ঢাকায় এক রাতের ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। শনিবার (২৮ জুন) গভীর রাতে উত্তরা আজমপুর মোড় এবং বিজয় সরণি-জাহাঙ্গীর গেইট এলাকায় ঘটে এ দুর্ঘটনা দুটি।

উত্তরার দুর্ঘটনায় তিনজন নিহত হন। উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, রাত আনুমানিক তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। নিহতদের মধ্যে জাভেদ আলম (৫৫), তার ভাগনে নাঈম হক (৩২) এবং ফাহিম (২৩) রয়েছেন।

নিহত জাভেদ পেশায় ব্যবসায়ী ছিলেন। তার ভাগনে নাঈম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, আর ফাহিম আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা স্থানীয় এক হাসপাতালে স্বজনকে দেখে খিলক্ষেতের বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ এবং চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, রাত প্রায় তিনটার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মাঝামাঝি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেইটের দিকে যাচ্ছিল। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মাইক্রোবাসটি ঘোরার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌস বাদল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহতদের মাথায় হেলমেট ছিল না। দুজনের পরনেই হাফপ্যান্ট এবং গেঞ্জি ছিল। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

দুটি দুর্ঘটনাতেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানাগুলো।

আপনার জেলার সংবাদ পড়তে