ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০১:৫৯ পিএম
ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ লঘুচাপের সৃষ্টি হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। একই দিন সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এর প্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়—

১. খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২. খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

৩. দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৪. সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পৃথক সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী—

১. খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

২. এসব এলাকার নদীবন্দরগুলোকে এক (১) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এর আগে, বুধবার (২৫ জুন) বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা শুক্রবার পর্যন্ত অবস্থান করে পরে বিহারের দিকে সরে গিয়ে স্থল লঘুচাপে পরিণত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে