ভারতে পালানোর সময় বেনাপোলে আ’লীগ নেতা আটক

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০২:১৪ পিএম
ভারতে পালানোর সময় বেনাপোলে আ’লীগ নেতা আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ জুন) দুপুর ১২ টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। 

আটক সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোনা খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তিন নম্বর পুরানহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি একই উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, রোববার দুপুরে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান জোসেফ। এসময় তার পাসপোর্টে অনলাইনে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার নামে  খালিয়াজুড়ি থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। পরে সেখান থেকে তাকে নেত্রকোনার খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান-র করবে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশন পুলিশ নেত্রকোনা খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান-র করেছে। তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায় তাকে নেত্রকোনা খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান-র করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে