পাবনা-২ আসনের মাটি সেলিম রেজা হাবিবের ঘাঁটি তৃণমূল নেতা-কর্মীদের রাজপথ কাঁপানো এই স্লোগান বৃথা যায়নি। অবশেষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং সাংগঠনিক দূরদর্শিতার মাপকাঠিতে এ আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও আবারো সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবই দলীয় মনোনয়ন পাওয়ার একমাত্র উপযুক্ত প্রার্থী বলে বিবেচিত হয়েছেন। আর সে কারণে ইতিমধ্যে দলের হাই কমান্ড মনোনয়ন তালিকায় সপ্তম বারের মতো পাবনা-২ আসনে এ.কে.এম সেলিম রেজা হাবিবের নাম চূড়ান্ত করেছেন। আর এরই মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো পাবনা-২ আসনে এ.কে.এম সেলিম রেজা হাবিবই বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত সৈনিক তথা তৃণমূল নেতা-কর্মীদের অন্যতম আস্থার প্রতীক। এদিকে সেলিম রেজা হাবিব এ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় সুজানগরের শান্তি প্রিয় জনমনে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন সুজানগর পৌর বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোনায়েম। তিনি বলেন সেলিম রেজা হাবিব সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি এবং জবর দখলের রাজনীতি পছন্দ করেন না। তিনি সর্বদা শান্তিপ্রিয় সহাবস্থানের সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে আইনের পরিপন্থী যে কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকেন। আর সেকারণে তার মনোনয়ন প্রাপ্তির খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে বিএনপি নামধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং জবর দখলকারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ.কে.এম সেলিম রেজা হাবিব তার মনোনয়ন প্রাপ্তির বিষয়ে এক প্রতিক্রিয়ায় বলেন পাবনা-২ আসনে আমার মনোনয়ন প্রাপ্তির এই কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব নির্বাচনী এলাকার তৃণমূল বিএনপির হাজারো কর্মী এবং বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাদের। তারা হামলা, মামলা এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে আমাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন জন্যই আমি এ আসনে আবার বিএনপির দলীয় মনোনয়ন পেতে যাচ্ছি। তাছাড়া আমি ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিলাম। আর সাংগঠনিক কর্মকাণ্ডের কথা তো বলাই বাহুল্য। আমি বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হামলা, মামলা এবং নির্যাতন-নিপীড়নকে সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে তৃণমূল পর্যায় সংগঠিত করেছি। সে কারণে বিএনপি'র সর্বোচ্চ হাই কমান্ড আমার বিগত দিনের কর্মকাণ্ড মূল্যায়ন করে এ আসনে দলীয় মনোনয়নের চূড়ান্ত তালিকায় আমার নাম লিপিবদ্ধ করেছেন। সবচেয়ে বড় কথা সম্মান দেওয়ার মালিক মহান সৃষ্টিকর্তা। অবশ্যই আমার প্রতি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমত আছে জন্যই আমি বারবার এ আসন থেকে মনোনয়ন পেয়ে থাকি। আমি আশা করি আসন্ন নির্বাচনে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে এ আসন থেকে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে আমি তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি পূরণে বিগত দিনের মতোই নিঃস্বার্থভাবে কাজ করে যাবো।