মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ডা.আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সকাল ১০টায় বালুয়াকান্দি ডা. আব্দুল গফফার স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক।
অনুষ্ঠানের শুরুতে এডহক কমিটির নতুন সভাপতি আ.ক.ম. মোজাম্মেল হককে শিক্ষার প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্টদের সাথে পরিচয় করে দেয়া হয়। দায়িত্ব বুঝে নিয়ে তিনি বলেন, ' শিক্ষা প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাবো আমি। এর পাশাপাশি শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিতে আমি সদা সচেষ্ট থাকবো। সবাই মিলে মিশে কাজ করলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো'।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাহবুব আলম খান, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানউদ্দিন ভূঁইয়া, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, বালুয়াকান্দী আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ দাতা সদস্য মহাসিন মিয়া,বিএনপির নেতা শরিফ মাস্টার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খন্দকার জালাল রিমু, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিহিন উল্লাহ মিহিন, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহিরুল হক খান রিটু, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুয়াদ মৃধা গজারিয়া উপজেলা বিএনপির মৎস্য দলের সহ-সভাপতি মো: বিল্লাল হোসেন, বিএনপি'র ৩ নং ওয়ার্ডের সভাপতি মো: জমির আলী, বিএনপি নেতা মো: ওয়াদুদ মিয়া, বিএনপি নেতা জসীম উদ্দিন, প্রমুখ।