চাটমোহরে চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৪:১২ পিএম
চাটমোহরে চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ  চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার  (২৮  জুন)  দুপুর ২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার হরিপুর ইউনিয়নের চামটা ব্রিজ হতে ডাকাতের ভিটা,ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারি খলিসাগাড়ি বিল,আফরার বিল হয়ে বিলচলন ইউনিয়নের কিনু সরকারের জোলা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিলে দুপুর থেকে সন্ধ্যা অভিযান চালিয়ে ৪ শত পিচ চায়না দুয়ারি জাল ও কিছু কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেল সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও হরিপুর ইউনিয়নের প্রশাসক মোঃ খলিলুর রহমানকসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন দৈনিক ইত্তেফাককে জানান,দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৬  লক্ষাধিক টাকার  চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

প্রসঙ্গতঃ চলতি মাসে উপজেলার গুমানী নদী,ছাওয়ালদহ বিল,ডিকশির বিলে পৃথক পৃথক অভিযান চালিয়ে সহস্রাধিক চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বিলপাড়ের সাধারণ মানুষ জানান,চলনবিলের দেশি প্রজাতির মাছ বিশেষ করে মা ও পোনা মাছ বাঁচাতে এ অভিযান অব্যাহত রাখা দরকার। তারা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে