পাবনার চাটমোহরে বিনামূল্যে গরু ও মহিষের ক্ষুরারোগের ব্যাকসিন প্রদান শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ক্ষুরারোগের (এফএমডি) ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। শনিবার কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি অফিসার ডা সেলিম হোসেন শেখ। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা ফয়সাল চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৯৩ হাজার গরু ও মহিষকে প্রথম পর্যায়ে বিনামূল্যে এ ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১০ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার জানান,এফএমডি একটি মারাত্মক ভাইরাল রোগ। এ রোগে বাছুর ও গাভীর মৃত্যু হার অনেক বেশি। তাই খামারিদের প্রতি আহ্বান তারা যেন তাদের গরু ও মহিষকে এ ভ্যাকসিন প্রদান করেন।