সেনবাগে প্রান্তিক কৃষকদের বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ২৯ জুন, ২০২৫, ০৪:১৫ পিএম | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৪:১৪ পিএম
সেনবাগে প্রান্তিক কৃষকদের বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ

সেনবাগে চলতি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে "বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও চারা বিতরণ কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে। রোবাবার দুপুরে উপজেলা কৃষি সমপ্রসারন দপ্তরের উদ্যোগে দপ্তরের সামনে এই কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক সহ উপজেলা কৃষি সমপ্রসারন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

এসময় সেনবাগ উপজেলার ৩শত ৩০টি শিক্ষা প্রতিষ্টান, সরকারী দপ্তর কৃষকদের মাঝে আম, জাম, কাঠাল, নারিকেল, তাল, নিম সহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার অধিক চারা ও ১হাজার অধিক কৃষকের মাঝে ধানের বীজ,সার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে