মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিলে হাজার হাজার জনতার ঢল নামে। স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম ধ্বনিতে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যানারে মিছিলে মিছিলে বুধবার সকাল ১০ টা থেকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে ওঠে। মিছিলের নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর-সিরাজদিখান বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বুধবার বেলা ১২ টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। ৭১ এর মুক্তিযুদ্ধে এবং ২৪ শের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি। আমরা আওয়ামী লীগের মত ভোট চুরি করবো না। জনগণ যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। ফ্যাসিবাদির দোসররা এখনো ঘাপটি মেরে আছে। আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান, তাদের সাথে নিয়ে কাজ করেন। আগামী নির্বাচন এতটা সহজ নয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ন সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদল আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদত সিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।