ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ জুন, ২০২৫, ০৫:৫৯ পিএম
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালু হতে যাচ্ছে। এই অফিস প্রাথমিকভাবে তিন বছরের জন্য কাজ করবে, যা পরবর্তীতে নবায়নের সুযোগ থাকবে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন উপদেষ্টা পরিষদের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আইন উপদেষ্টা জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের বাংলাদেশ সফরের সময় থেকেই এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছিল। সেই আলোচনা ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পাওয়ার পর কয়েকজন উপদেষ্টা মিলে সমঝোতা স্মারকটি পরীক্ষা করে চূড়ান্ত করবেন এবং সেটি হাইকমিশনারের কাছে পাঠানো হবে। আসিফ নজরুল আশাবাদ প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এই অফিস চালু হলে সবচেয়ে বড় সুবিধা হবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ সরাসরি তদন্ত করতে পারবে। আসিফ নজরুলের ভাষায়, “মানবাধিকার অফিস চালু হলে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রগুলোতে তারা সরাসরি তদন্ত করতে পারবে।”

বর্তমানে বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন ও সিরিয়াসহ ১৬টি দেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের এ ধরনের কার্যালয় রয়েছে। এসব অফিস সাধারণত সংশ্লিষ্ট দেশের সঙ্গে পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে কাজ করে। এর মধ্যে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, ভিকটিম এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা ও কারিগরি সহায়তা প্রদান অন্তর্ভুক্ত থাকে।

বাংলাদেশে এমন অফিস স্থাপনের উদ্যোগকে মানবাধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে