ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং ময়মনসিংহ- ১০ (গফরগাঁও-পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ আল ফাতাহ্ খান গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের বিএনপির দুই নেতা মৃত্যুবরণ করার তাদের কবর জিয়ারত করেছেন।
তিনি গত শনিবার বিকেলে দলের নেতাকর্মী ও মুসল্লিদের সাথে নিয়ে ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের ৮নং ওয়ার্ড বিএনপির দুইবারের সভাপতি আবদুল হালিম (নয়া মড়ল) ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম (বাবুল মেম্বার) এর কবর জিয়ারত করেন । এ সময় দেশ ও জাতির কল্যাণ, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং গুম-খুন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।