বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে চীনসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখালেও আমলাতান্ত্রিক নানা জটিলতায় প্রক্রিয়া থমকে আছে বলে দাবি করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে 'নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ' শীর্ষক সংলাপে এই দাবি জানান এই সংস্থাটি।
সিপিডির তথ্য বলছে, “প্রতিবেশী দেশ ভারতে একটি নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পেতে ৩ থেকে ৪ মাস সময় লাগলেও বাংলাদেশে কয়েক বছর লেগে যায়। এতে বিনিয়োগে ঝুঁকি তৈরি হচ্ছে। দেশের সরকারি ওয়েবসাইটগুলোতে লাইসেন্সিং পদ্ধতি সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা থাকে না, যার কারণে বিনিয়োগকারীদের তথ্য পেতে নানা জটিলতায় পড়তে হচ্ছে।”
বিনিয়োগ বাড়াতে কার্যক্রমগুলো ডিজিটাল করতে হবে। ম্যানুয়াল পদ্ধতিতে বিনিয়োগ আকর্ষণ করা যাবে না। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশি-বিদেশি যে ৩৭ প্রতিষ্ঠানের সাথে লেটার অফ ইন্টেন্ট (এলওআই) হয়েছে সেগুলো পূনমূল্যায়ন করাতে বলেন সিপিডি।