বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, রাষ্ট্রের অনেক সম্পদ আছে যা দিয়ে সকল মানুষের সুন্দরভাবে চলার ব্যবস্থা করা সম্ভব। কিন্তু রাষ্ট্রের সম্পদ যারা দায়িত্বে থাকে তারা খেয়ে ফেলে। তবে আমরা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ক্ষমতায় গেলে তা হতে দেব না। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর বড়বাড়ি বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চব্বিশের জুলাই বিপ্লবের পর একটি ইনসাফ, সুন্দর, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমারা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ সবাই মিলে আমরা অধিকার ভোগ করব। যার সম্মান সে তার সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে পাবে। রিকশাচালকের সন্তান মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে যদি লেখাপড়া করে এগিয়ে যেতে চায়, তাকে সুযোগ করে দেয়া হবে। মাওলানা আবদুল হালিম আরও বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আপনারা আমরা কষ্টে আছি। এর কারণ হলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা দেশের অর্থ বাহিরে পাচার করে দিয়েছে। ফলে আমরা সকলেই কষ্ট ভোগ করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, পঞ্চগড়ে নৌকা দুর্ঘটনায় জামায়াতের আমিরের নেতৃত্বে নিহত ৭১ জন হিন্দু ও একজন মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও আর্থিক সহযোগিতা করে আমরা নিহতদের পরিবারের পাশে ছিলাম। আমরা আগামীতেও অসহায় মানুষের পাশে থাকব। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আলী প্রমুখ। হাজীরহাট থানা আমির বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা আমির মাওলানা গোলাম কিবরিয়া। রংপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।