ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে কচ্ছপ বিক্রেতার সাজা

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০২:৩৮ পিএম
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে কচ্ছপ বিক্রেতার সাজা

ডুমুরিয়ায় অবৈধ ভাবে কচ্ছপ সংরক্ষণ ও বিক্রির অপরাধে জয় ঢালী (২৩) নামে এক  যুবককে ২১ দিনের সাজা দেয়া হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী'র ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করা হয়েছে।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বান্দা মধ্যপাড়া এলাকায় নিতাই চন্দ্র ঢালী ও তার ছেলে জয় ঢালী আইনের চােখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে কচ্ছপ সংরক্ষণ ও বিক্রি করে আসছিলো। যা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনে গুরুতর অপরাধের সামিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত  থানা পুলিশের সহযোগীতায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে ২৭পিচ  কচ্ছপ উদ্ধারসহ অভিযুক্ত জয় ঢালীক আটক করে।এক পর্যায়ে বিজ্ঞ আদালত শুনানী শেষে বন্যপ্রানী ও জীববচিত্র্য সংরক্ষণ আইনে জয় ঢালীক ২১ দিনর বিনাশ্রম কারা-দন্ডাদেশ প্রদান করেন। এছাড়া জব্দকৃত কচ্ছপ গুলাে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার নির্দেশ দেন। আদালত পরিচালনায় সহযােগিতা করেন জেলা বন্যপ্রানী সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য ও ডুমুরিয়া থানার এস আই আলমগীর হােসেন,ভূমি অফিসের নাজির কিরণ বালা।

আপনার জেলার সংবাদ পড়তে