ত্রিশালে নূর মোহাম্মদের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

এফএনএস (ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৬:৩৩ পিএম
ত্রিশালে নূর মোহাম্মদের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশালে আলোচিত নূর মোহাম্মদের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। এসময় তারা প্রায় এক ঘন্টা নান্দাইল-বালিপাড়া সড়ক অবরোধ করে রাখে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে পরে অবরোধ প্রত্যাহার করে নেয়। হত্যাকান্ডের শিকার নূর মোহাম্মদ উপজেলার বালিপাড়া ইউনিয়নের নিজাম উদ্দিনের ছোট ছেলে। 

জানাযায়, সোমবার (৩০ জুন) বেলা ১১টার দিকে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার বালিপাড়া ছোটপুল এলাকার ত্রিশাল-নান্দাইল সড়কে মানববন্ধন করে। পরে বিক্ষুব্ধ জনতা ত্রিশাল-নান্দাইল সড়কটি অবরোধ করে যান চলাচল আটকে দেয়। ঘন্টাখানেক পর আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দ্রুত আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। অবরোধের ফলে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রেনে নিয়ে আসলে যানচলাচল স্বাভাবিক হয়। 

বিক্ষোভ সমাবেশে নূর মোহাম্মদের বড় ভাই খলিল উদ্দিন বলেন, নূর মোহাম্মদ স্থানীয় একটি ইট ভাটার শ্রমিক ছিলো। তার উপার্জনের অর্থ দিয়ে চলতো বৃদ্ধ বাবার সংসার ও চিকিৎসা। ভাইকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। নূর মোহাম্মদের বড় বোন শিউলী আক্তার বলেন, ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। 

নূর মোহাম্মদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নাহিদ ইসলাম বলেন, ইতিমধ্যেই আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, এখন থেকে বালিপাড়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হবে। 

উল্লেখ্য; গত ২৫জুন ৯টার দিকে বাড়ী থেকে বেড়িয়ে আসার পর আর ঘরে ফিরেনি নূর মোহাম্মদ। ২৬ জুন সকালে বাড়ীর পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পরিবার জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে