দৌলতপুরে থানার আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৭:০৭ পিএম
দৌলতপুরে থানার আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

কুষ্টিয়ার দৌলতপুরে থানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা সাড়ে এগারোটায় দৌলতপুর থানার আয়োজনে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠিত সভায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ।বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম,কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দৌলতপুর থানা বএনপি আহবায়ক আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর থানা বিএনপির যুগ্ম আহবায় শহীদ সরকার (মঙ্গল), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা বেলাল উদ্দিন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা, সাংবাদিক মোঃসাইফুল ইসলাম (শাহীন), উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো.আরোজ উল্লাহ, কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হালিম (টম), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকি আহমেদ, দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক,মসজিদের ইমাম,সনাতন ধর্মাবলম্বী,স্থানীয় ব্যবসায়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ দৌলতপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও নানা শ্রেনি-পেশার মানুষের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন এবং দৌলতপুর সাব রেজিস্টার অফিসের বর্তমান সাব রেজিস্টার মোঃ বোরহান উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ তার অপসারণের কথা উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে