দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৭:১৬ পিএম
দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার ( ৩০ জুন-২০২৫) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। এ কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা দিঘলিয়া উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা। এ সময় পুষ্টিজাত খাদ্য উৎপাদন ও বাজারজাত করণের পদ্ধতির উপর বক্তব্য রাখেন পার্টনার ফিল্ড স্কুলের শিক্ষার্থী স্বর্ণালী আক্তার, কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও সম্প্রসারণে পার্টনার ফিল্ড স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্যর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন কৃষক আব্দুল্লাহ আল মাসুদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার ও কর্মচারীগণ। এর আগে প্রধান অতিথি পার্টনার ফিল্ড স্কুলভিত্তিক উন্নত পদ্ধতির জৈব সার ও কীটনাশক তৈরি ও প্রয়োগ পদ্ধতি , পুষ্টিকর ফল উৎপাদন ও ফলের বাগানের পরিচর্যা ও উৎপাদন সংরক্ষণ প্রক্রিয়া প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। প্রধান অতিথি এ সময় উপস্থিত সকলকে চুই ঝাল চারা উপহার দেন।

প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নয়ন ঘটলে দেশ ও দেশের মানুষের উন্নয়ন হবে। তাই কৃষকদের স্বনির্ভর হতে হবে। আর স্বনির্ভর হতে হলে একতাবদ্ধ হতে হবে। দলগত ভাবে সমিতির মাধ্যমে নিবন্ধিত হতে হবে। তাহলে কৃষকেরা সরকারী কোনো নাগরিক সুযোগ সুবিধা হতে বঞ্চিত হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে