নিকলীতে ধান বীজ সার ও ফলজ বনজ গাছের ছারা উদ্ভোধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৫, ০৭:৪৯ পিএম
নিকলীতে ধান বীজ সার ও ফলজ বনজ গাছের ছারা উদ্ভোধন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি শনিবার ২০২৪/২০২৫ অর্থ বছরের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনায় কর্মসূচীর আওতায় রোপা আমনের ধান বীজ, সার ফলজ ও বনজ ছারা বিতরনের উদ্ভোধন করেন। এ সময় চারটি ইউনিয়নের মোট ৪৫০ জন কৃষকদের মাঝে রোপা আমন ধানের উন্নত মানের বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি আবাসিক এলাকায় বনজ ও ফলজ গাছের ছারার মধ্যে নারিকেল, কাঁঠাল, নিম ও জাম গাছের ছারা বিতরণ করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কৃষি বান্ধব নীতির অংশ হিসাবে এসব ছারা বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সবাইকে অনুরোধ করছি সময় উপযোহি হিসাবে এসব জিনিসগুলো খুবই যত্ন করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা কৃষক রক্ষণ কর্মকর্তা বাবুল কুমার দে সহ বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি। 

আপনার জেলার সংবাদ পড়তে