কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্যে হাওর ইউনিয়ন বলে খ্যাত ইউনিয়ন দিলালপুর। সে দিলালপুরের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান গত দুই মাস আগে এই ইউনিয়নের যোগদান করে শতভাগ জনগণের নিকট থেকে কর আদায় করেন। তিনি প্রান্তিক কৃষক ও জমির মালিক (কৃষক) দের নিকট থেকে কঠুর প্ররিশ্রমের মাধ্যমে আজ সোমবার বিকেল পর্যন্ত সরকারি দেয়া শর্ত শতভাগ কর আদায় করেছেন বলে সূত্রটি জানিয়েছেন। তিনি বলেন, ২৩ বছর চাকুরীর জীবনে এটি ছিলো তার প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। এই শর্ত তিনি শতভাগ পুরন করেছেন। এদিকে এই ইউনিয়ন ভূমি অফিস ছাড়াও বাজিতপুর উপজেলার দিঘীরপার, হিলচিয়া, হুমাইপুর, মাইজচর, ইউনিয়ন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও জনগণের সহযোগিতায় তারা শতভাগ কর আদায় করেন।