বিসিবির সভায় বিপিএল নিয়ে যেসব সিদ্ধান্ত গৃহীত হলো

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১ জুলাই, ২০২৫, ০৮:২৬ এএম
বিসিবির সভায় বিপিএল নিয়ে যেসব সিদ্ধান্ত গৃহীত হলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উইন্ডো নিয়ে আলোচনা, সমালোচনা সবকিছু হয়েছে। এতদিন জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল আয়োজন করে এসেছে বিসিবি। এবার সময়টা কিছুটা এগিয়ে এনে করা হবে ডিসেম্বর-জানুয়ারিতে। গণমাধ্যমের সামনে এই ঘোষণা দিয়েছেন বিসিবির আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বোর্ড মিটিং শেষে গৃহীত সিদ্ধান্ত সংবাদমাধ্যমের সামনে উপস্থাপন করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং মিঠু। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে একইসাথে বিপিএলসহ ৩টি লিগ চলে। দক্ষিণ আফ্রিকার এসএ২০ এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টির সাথে কাছাকাছি সময়ে আয়োজিত হয় বিপিএল। যে কারণে তারকা ক্রিকেটারদেরকে চাইলেও অনেক দল আনতে পারে না। এবার সময়ের পরিবর্তনের পরেও সূচিতে সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া এবার নতুন ফ্র্যাঞ্চাইজিদেরকে ৫ বছরের জন্য দলের মালিকানা দেওয়া হবে বলে জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। সংবাদ সম্মেলনে মিঠু বলেছেন, ‘বিপিএলের টাইমফ্রেম ঠিক হয়েছে ডিসেম্বর-জানুয়ারি। বিপিএল নিয়ে অনেক সমালোচনা আগেও ছিল, গত আসরেও ছিল। অন্যান্য দেশে যেমন স্পোর্টস এজেন্সিরা আইপিএল, পিএসএল এসব ম্যানেজ করে। এবার বিপিএলেও করবে। এবার ৫ বছরের জন্য দল দেওয়া হবে। নতুন অর্থনৈতিক মডেল করা হবে ফ্র্যাঞ্চাইজির সাথে আলোচনা করে। শেয়ার মডেল বা সবকিছু (এসব করা হবে) স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে। সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটা বাংলাদেশের ক্রিকেটে (আগে) কখনও করা হয়নি, ক্রিকেট বোর্ডের বাইরের লোকজনকে অন্তর্ভূক্ত করা হবে, বিপিএল কমিটিতে। হতে পারে আপনাদের মধ্য থেকে কেউ, নানান জায়গা থেকে, সরকার থেকে।’ এছাড়া ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে মিঠু বলেছেন, ‘সব কিছু (জাতীয় নির্বাচনজনিত নিরাপত্তাশঙ্কা) মাথায় রেখেই জানুয়ারি ও ডিসেম্বরের মধ্যে এই বিপিএলটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারিখ ঠিক করা হয়নি। তবে এই উইন্ডোতেই হবে বিপিএল। এখন তো সব নতুন দল হবে। আগে তো একটা (তিন বছরের) স্লটে দল দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ। নতুন চক্র শুরু হবে। কয়টা দল নিয়ে বিপিএল হবে এখনও ঠিক করা হয়নি। তবে আমরা এবার প্রপার দল নেবো। যাতে আমাদের আগের খারাপ অভিজ্ঞতা আর না হয়। তাই ভিন্ন পথে যাব।’ এছাড়া বিদেশি কোনো কোম্পানিও চাইলে ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে বলে জানানো হয়েছে। মিঠু জানান, ‘আমরা যে বিদেশি ম্যানেজমেন্ট কোম্পানির কথা বললাম, তাদের থেকেও নির্দেশনা নিয়ে নতুন একটা মডেল তৈরি করতে চাই। এজন্য আমরা দলের সংখ্যা নির্ধারণ করিনি। আমরা প্রপার যে কয়টা দল পাব, আমাদের ক্রাইটেরিয়া পূরণ করবে, তাদের নিয়েই হবে। (বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি) সবার জন্য উন্মুক্ত। ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নিই, আমাদের যে অভিজ্ঞতা আছে এবং যারা (এজেন্সি) এসব আগে সফলভাবে করেছে, তাদের পরামর্শ সহকারে, আমাদের অতীত অভিজ্ঞতাসহ একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে। তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সব কিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র‍্যাঞ্চাইজি) দল নিতে পারবে।’ এছাড়া পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর দেখভালের জন্য গঠিত কমিটি নিয়ে ইফতেখার রহমান মিঠু জানান, ‘পাকিস্তান দল আসছে। ছোট একটা কমিটি করে দেওয়া হয়েছে। মাহবুব (আনাম) ভাই, ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, ইফতেখার রহমান (মিঠু)। আমরা এবার এই (পাকিস্তান দলের বাংলাদেশ) সফরটা দেখভাল করব।’ বিপিএলের সর্বশেষ দুই আসরে টানা চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ৭ দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ফাইনালে উঠেছিল চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল।

আপনার জেলার সংবাদ পড়তে