গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম আকরাম(২৩)। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ভালুকাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে । আকরাম গাজীপুরা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বাস করতেন। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় টঙ্গীর গাজীপুরা এলাকায় জনৈক কাজী হারুনের নির্মানাধীন চারতলা ভবনে কাজ করছিলেন আকরাম। এসময় অসাবধানতাবশত নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।