চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর অপরাধী চক্রের দুটি গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় দেয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিলেন। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মল্লিকপুরে বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এরই জের ধরে অনুষ্ঠান শেষে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে দুইজন নিহত ও আরও চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে দুইজনের অবস্থার গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে হতাহতরা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি। ওসি বলেন, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।